বুধবার ০৫ নভেম্বর ২০২৫, কার্তিক ২১ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

জাতীয় নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৭:১৪, ৫ নভেম্বর ২০২৫

জাতীয় নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ ইসলাম

ছবি সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে অংশ নেবে এবং সব ৩০০ আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বুধবার নারায়ণগঞ্জে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। ৩০০ আসনই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছেন, তাঁদের প্রতি সম্মান জানিয়ে কিছু আসনে প্রার্থী নাও দিতে পারি।”

নাহিদ ইসলাম বলেন, দেশের প্রচলিত নির্বাচনী সংস্কৃতিকে তারা চ্যালেঞ্জ করতে চান। “যাদের টাকা আছে বা গডফাদারগিরি করে তারা যেন শুধু নির্বাচনে না আসে—আমরা চাই সাধারণ ও গ্রহণযোগ্য মানুষ সংসদে যাক,” বলেন তিনি।

জোট গঠনের বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক বা আদর্শিক ভিত্তিতে ঐক্যের সুযোগ তৈরি হলে সেটি বিবেচনা করা হবে। “জুলাই সনদের সংস্কারমূলক দাবির সঙ্গে যে দল সংহতি জানাবে, তাদের সঙ্গে আলোচনার সুযোগ থাকবে,” বলেন এনসিপির আহ্বায়ক।

তিনি আরও জানান, এই মাসের ১৫ তারিখের মধ্যে এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়