বুধবার ০৫ নভেম্বর ২০২৫, কার্তিক ২১ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

মামদানির বিজয়ে উচ্ছ্বসিত নিউইয়র্কের মুসলিমরা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৯, ৫ নভেম্বর ২০২৫

মামদানির বিজয়ে উচ্ছ্বসিত নিউইয়র্কের মুসলিমরা

ছবি সংগৃহীত

নিউইয়র্কে প্রথম মুসলিম মেয়র হিসেবে জোহরান মামদানির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েছে শহরের মুসলিম ও দক্ষিণ এশীয় সম্প্রদায়। মঙ্গলবার রাতে কুইন্সের অ্যাস্টোরিয়ার এক ক্যাফেতে মুসলিম ডেমোক্র্যাটিক ক্লাব অব নিউইয়র্কসহ কয়েকটি সংগঠনের আয়োজনে ফলাফল দেখার অনুষ্ঠানেই শুরু হয় উদ্‌যাপন।

রাত ৯টা ৩০ মিনিটের কিছু পর মামদানির জয় নিশ্চিত হলে ক্যাফেতে ধ্বনি ওঠে, “মামদানি! মামদানি!” মোবাইলের আলোয় আলোকিত হয়ে ওঠে পুরো পরিবেশ। উপস্থিতদের অনেকে বলছিলেন, “এবার আমাদের সময়।”

প্রায় ২০ লাখ ভোটের মধ্যে মামদানি পেয়েছেন প্রায় ১০ লাখ ভোট— যা গত পঞ্চাশ বছরে কোনো নিউইয়র্ক মেয়র প্রার্থীর সর্বোচ্চ। তাঁর প্রচারণার মূল প্রতিশ্রুতি ছিল জীবনযাত্রার ব্যয় কমানো, যা শ্রমজীবী ভোটারদের গভীরভাবে স্পর্শ করে।

মামদানির এই জয় মুসলিমদের জন্য শুধু রাজনৈতিক নয়, সামাজিক দিক থেকেও বড় অর্জন বলে মনে করছেন সম্প্রদায়ের নেতারা। ইতিহাসবিদ আসাদ দানদিয়া বলেন, “আমি ভাবিনি নিউইয়র্ক একজন মুসলিম মেয়রের জন্য প্রস্তুত। কিন্তু এখন আমাদের একজন আছে।”

মুসলিম সম্প্রদায়ের সংগঠনগুলো আশা করছে, মামদানির এই সাফল্য শহরে মুসলিম ও দক্ষিণ এশীয়দের রাজনৈতিক অংশগ্রহণ আরও বাড়াবে।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়