ছবি সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থীর তালিকা দিয়েছে বিএনপি। তবে এ তালিকায় নেই দলের বেশ কিছু হেভিওয়েট নেতার নাম।
ঘোষিত তালিকায় স্থান পাননি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান। বাদ পড়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী সোহেল, সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবীর, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও মোয়াজ্জেম হোসেন আলাল। দলীয় ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন ও আমিনুর রশীদ ইয়াসিনের নামও নেই তালিকায়।
এ ছাড়া আলোচিত তরুণ নেতা ও একাদশ সংসদের সংরক্ষিত আসনের সাবেক এমপি রুমিন ফারহানার নামও বাদ পড়েছে। ঢাকা-১০ আসনে আগের নির্বাচন করা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম এবং একবার প্রার্থী হওয়া রবিউল ইসলাম রবিও এবার মনোনয়ন পাননি।
জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন, যুবদল নেতা এস এম জাহাঙ্গীর এবং যুবদলের আরেক তরুণ নেতা রবিউল ইসলাম নয়নও বাদ পড়েছেন ২৩৭ জনের তালিকা থেকে।
এ ছাড়া প্রার্থী হতে চাওয়া স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস ও ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী সাবেক এমপি রুমানা মাহমুদের নামও তালিকায় নেই।
প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এটি প্রাথমিক তালিকা, প্রয়োজনে পরিবর্তন আসতে পারে।
“বিএনপি ঘোষিত তালিকায়ও পরিবর্তন হতে পারে। শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করে কিংবা স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্তে কিছু আসনে পরিবর্তন আনা হতে পারে,”—বলেন ফখরুল।
দলীয় সূত্র বলছে, ঘোষণার বাকি ৬৩ আসনের মধ্যে কয়েকজন হেভিওয়েট নেতার নাম থাকতে পারে।































