ছবি সংগৃহীত
ঢাকায় যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালতে মামলা দায়ের করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কাজী মুকিতুজ্জামান। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে তদন্তের জন্য ডিবিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
বাদীর আইনজীবী মো. মেহেদী হাসান জুয়েল জানান, নাসীরুদ্দীন পাটওয়ারী পূর্বেও বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে বেফাঁস মন্তব্য করে আসছেন। এবার তার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হয়েছে।
মামলায় বলা হয়েছে, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর থেকে তিনি বিএনপি ও তার নেতাদের সুনাম ক্ষুণ্ণ ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছেন। বিশেষ করে ১ নভেম্বর তিনি যুবদল নেতা নয়নকে নিয়ে এমন মন্তব্য করেছেন, যা সমাজে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং মানহানিকর।































