বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫, কার্তিক ১৪ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

জনগণের সঙ্গে এটা প্রতারণা: ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে মির্জা ফখরুল

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৩, ২৯ অক্টোবর ২০২৫

জনগণের সঙ্গে এটা প্রতারণা: ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে মির্জা ফখরুল

ছবি সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে তাঁদের দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ উপেক্ষা করা হয়েছে। তিনি বলেন, “এটা ঐকমত্য নয়, জনগণের সঙ্গে প্রতারণা, রাজনৈতিক দলগুলোর সঙ্গেও প্রতারণা।”

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক ও লেখক এহসান মাহমুদের বই ‘বিচার সংস্কার নির্বাচন: অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশ’ প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, “কমিশন প্রতিশ্রুতি দিয়েছিল ভিন্নমত বা ‘নোট অব ডিসেন্ট’ সুপারিশে লিপিবদ্ধ করবে। কিন্তু দেখা গেছে, সেগুলো পুরোপুরি উপেক্ষা করা হয়েছে। তাহলে ঐকমত্য কমিশনের দরকারই বা ছিল কেন?”

তিনি আরও বলেন, “এ মুহূর্তে অন্তর্বর্তীকাল ঐক্যের সময়। ন্যূনতম বিষয়গুলোয় একমত হয়ে এগোনোর বদলে বিভক্তি তৈরি করা হচ্ছে, যা দুঃখজনক।”

বিএনপি মহাসচিব বলেন, সব সংকটের মূলেই রয়েছে গ্রহণযোগ্য নির্বাচনের অভাব। “সত্যিকার নির্বাচন ছাড়া জনগণের প্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট সম্ভব নয়,” বলেন তিনি।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, “আপনি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। সংস্কারগুলো বাস্তবায়ন করে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। যদি তা না হয়, দায়ভার আপনাকেই নিতে হবে।”

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়