বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫, কার্তিক ১৪ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

জুলাই সনদ বাস্তবায়নে অগ্রগতি হলে স্বাক্ষরেও এগোবে এনসিপি

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৬:১৯, ২৯ অক্টোবর ২০২৫

জুলাই সনদ বাস্তবায়নে অগ্রগতি হলে স্বাক্ষরেও এগোবে এনসিপি

ছবি সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নে সরকারের বাস্তব পদক্ষেপ না দেখা পর্যন্ত এতে সই করবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে প্রথম খসড়া আদেশ সরকার গ্রহণ করলে আমাদের স্বাক্ষরেও অগ্রগতি হবে। আইনি ভিত্তিসম্পন্ন আদেশ ছাড়া এই সনদ অর্থহীন রাজনৈতিক সমঝোতা হয়ে যাবে।”

গতকাল জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ সরকারকে জমা দেয়। তার পরদিনই এনসিপি জানাল, তারা কমিশনের সেই প্রস্তাবগুলো খতিয়ে দেখবে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা চাই জুলাই সনদ শুধু কাগজে নয়, বাস্তবে কার্যকর হোক। সরকার সংবিধান সংস্কার বিলের খসড়া তৈরি করে উন্মুক্ত করুক।”

তিনি জানান, কমিশনের প্রস্তাবিত খসড়ায় কিছু অস্পষ্টতা রয়েছে, যেগুলো সংশোধন জরুরি। “যেমন—‘সংসদ বিবেচনা করতে পারবে’ না লিখে ‘বিবেচনা করবে’ বলা উচিত,” বলেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, সারোয়ার তুষার, খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়