ছবি সংগৃহীত
আগামী সংসদ নির্বাচনে ভোটারদের মাত্র ৫২ সেকেন্ডে দুটি ব্যালটে ভোট দিতে হবে—একটি সংসদ নির্বাচন ও অন্যটি সম্ভাব্য গণভোটের জন্য। এর মধ্যে পুরুষ ভোটারের জন্য সময় ধরা হয়েছে ৪৮ সেকেন্ড, নারীর জন্য ৫৭ সেকেন্ড।
নির্বাচন কমিশন (ইসি) বুথপ্রতি ভোটারের সংখ্যা বাড়িয়ে দিয়েছে—পুরুষ বুথে ৬০০, নারী বুথে ৫০০। ফলে প্রতিটি কেন্দ্রে গড়ে তিন হাজার ভোটার ভোট দেবেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আট ঘণ্টার মধ্যে এই ভোট শেষ করতে হবে।
ইসি বলছে, বুথ সংখ্যা কমানোয় প্রায় ১০০ কোটি টাকা সাশ্রয় হবে এবং দেড় লাখ কর্মকর্তার প্রয়োজন পড়বে না। আগের নির্বাচনের চেয়ে এবার কক্ষপ্রতি গড়ে ১০০ ভোটার বেড়েছে। মোট বুথ হবে দুই লাখ ৪৪ হাজার ৭৩৯টি, কেন্দ্র ৪২ হাজার ৭৬১টি।
তবে নির্বাচন বিশ্লেষকরা বলছেন, এক মিনিটেরও কম সময়ে দুটি ব্যালটে ভোট দেওয়া বাস্তবে কঠিন ও ঝুঁকিপূর্ণ। একজন ভোটারের নাম শনাক্ত, কালি দেওয়া, ব্যালটে সিল ও ভাঁজ করা—সব মিলিয়ে সাধারণত ৩-৪ মিনিট লাগে।
বিশ্লেষক মো. আবদুল আলীম মনে করেন, সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে ইসিকে এই পরিকল্পনা পুনর্বিবেচনা করতে হবে। কারণ ১৯৯১ সালের পর দেশে আর গণভোট হয়নি, তাই ভোটারদের কাছে এটি নতুন অভিজ্ঞতা হবে।
ইসি বলছে, ভোট গ্রহণ কর্মকর্তাদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া হলে সময় ব্যবস্থাপনা সম্ভব। দেশে বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখের বেশি।































