রোববার ০৯ নভেম্বর ২০২৫, কার্তিক ২৪ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আজ থেকে জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, প্রকাশ প্রথম টিজার

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৫:৩২, ২ নভেম্বর ২০২৫

আজ থেকে জাতীয় নির্বাচনের ক্যাম্পেইন শুরু, প্রকাশ প্রথম টিজার

ছবি সংগৃহীত

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ক্যাম্পেইন আজ থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে ৪৮ সেকেন্ডের একটি টিজার প্রকাশ করেছে নির্বাচন কর্তৃপক্ষ।

রোববার (২ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি জানান, “আজ থেকেই শুরু হলো জাতীয় নির্বাচন ২০২৬–এর ক্যাম্পেইন।”

প্রথম টিজারে বক্তব্য দিয়েছেন বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বিন রফিক। তিনি ইতিহাসের “সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে” অংশ নিতে নাগরিকদের আহ্বান জানিয়েছেন।

টিজারে সুবায়েল বলেন, “বাংলাদেশ আজ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ নির্বাচনের সামনে। এই নির্বাচনের মাধ্যমে জনগণ দেশের মালিকানা বুঝে নেবে। দেশের চাবি এখন আপনার হাতে—আপনার ভোটই ঠিক করবে, কেমন বাংলাদেশ দেখতে চান।”

প্রেস সচিব আরও জানান, ফেব্রুয়ারি ২০২৬-এ উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে, যেখানে “জনগণ নিজের অধিকার নিজেই নির্ধারণ করবে।”

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়