ছবি সংগৃহীত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে ‘নৌকা’ আকৃতির একটি উপহার দিয়েছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেল ওহাব সালদানি। আলজেরিয়া বিপ্লবের ৭১তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপহারটি দেওয়ার পর সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা।
রোববার সকালে নিজের ফেসবুক পেজে বিষয়টি স্পষ্ট করেন উপদেষ্টা। তিনি লিখেছেন, “গত সন্ধ্যায় আলজেরিয়ার জাতীয় দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। সৌজন্য হিসেবে আমাকে মাঝিসহ একটি পালতোলা নৌকার প্রতিকৃতি উপহার দেওয়া হয়। কূটনৈতিক শিষ্টাচারের কারণে আমি তা গ্রহণ করি। উপহারটিতে দূতাবাসের নামও লেখা আছে। এটি আওয়ামী লীগের প্রতীকের সঙ্গে মেলানো অনুচিত।”
তবে উপহারটি নিয়ে এখন কী করবেন, তা নিয়ে দ্বিধায় পড়েছেন তিনি। পোস্টে তিনি লেখেন, “চাইলে এটি আলজেরিয়া দূতাবাসে ফেরত দিতে পারি, কিন্তু সেটি অসৌজন্যমূলক হবে। তোশাখানায় জমা দিতে পারি, যদিও এটি খুব মূল্যবান নয়। চাইলে শৈলান প্রবীণ নিবাসে রাখতে পারি, অথবা নিজের কাছেও রাখতে পারি। পাঠকের পরামর্শ পেলে ভালো লাগবে।”
শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনীতিক, ব্যবসায়ী ও সরকারি-বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।































