ছবি সংগৃহীত
নির্বাচন কমিশন (ইসি) নতুন করে তিনটি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে। দলগুলো হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমজনগণ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)।
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, আগামীকাল বুধবার (৫ নভেম্বর) এই তিন দলের নিবন্ধনসংক্রান্ত তথ্য ও তাদের বিরুদ্ধে দাবি–আপত্তি জানানোর আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ১২ নভেম্বর পর্যন্ত আপত্তি জানানো যাবে, এরপর নির্ধারিত সময় শেষে চূড়ান্ত গেজেট প্রকাশ করবে কমিশন।
ইসি সূত্রে জানা যায়, নিবন্ধনের জন্য আবেদন করা আটটি দল শেষ পর্যায়ে যোগ্যতা অর্জন করতে পারেনি। নেজামে ইসলাম পার্টির বিষয়ে আদালতের আদেশের পর কমিশন সিদ্ধান্ত নেবে।
এ ছাড়া আরও তিনটি দলের বিষয়ে অতিরিক্ত যাচাই–বাছাই শেষে কমিশন মনে করেছে, তারা নিবন্ধন পাওয়ার মতো শর্ত পূরণ করতে পারেনি।































