ছবি সংগৃহীত
নতুন রাজনৈতিক দল আমজনতা দলের সদস্যসচিব মো. তারেক রহমান নির্বাচন কমিশনের (ইসি) প্রধান ফটকের সামনে বসে আমরণ অনশনে ঢুকেছেন। মঙ্গলবার বিকেল চারটার দিকে তিনি ফটকের সামনে অবস্থান নেন। নিজের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।
তারেক রহমান দাবি করেন, ‘৪৩ লাখ গ্রাহকের অর্থ লুট করে’ এক মাস আগে দল করে নিবন্ধন পাওয়া ‘ডেসটিনি’কে ইসি অনুমোদন দিয়েছে, অথচ তাদের দলকে নিবন্ধন দেওয়া হয়নি। তিনি আরও বলেন, ইসি আগে জাতীয় লীগের নাম ঘোষণা করলেও পরে তা স্থগিত করা হয়েছে এবং যারা ওই প্রস্তাব করেছিল তাদের শাস্তি দাবি করেন।
তারেক সতর্ক করেছেন, দাবি না মানলে আমরণ অনশন “মৃত্যু দিকে ঠেলে দেবে।”

											
											
											
											
											
											





























