ছবি সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘোষিত প্রার্থী তালিকায় জায়গা পাননি সংগীতশিল্পী ও দলটির নেতা রুমানা মোর্শেদ কনকচাঁপা। সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর) আসন থেকে মনোনয়নের আশায় ছিলেন তিনি, তবে ওই আসনের প্রার্থিতা আপাতত স্থগিত রেখেছে দল।
মনোনয়ন না পেয়ে কনকচাঁপা কোনো ক্ষোভ না দেখিয়ে সোমবার রাতে ফেসবুকে লেখেন, “এই পৃথিবীর কোনো ফয়সালাতেই আমি কিছু ভাবি না। আল্লাহ ভালো বুঝবেন আমার জন্য কী ভালো হবে।”
তার এই পোস্টে অনেকেই প্রশংসা করেছেন, কেউ কেউ বলেছেন—রাজনীতিতে এমন সংযত প্রতিক্রিয়া বিরল।
২০১৮ সালের নির্বাচনে একই আসনে বিএনপির প্রার্থী ছিলেন কনকচাঁপা। বর্তমানে তিনি সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য ও জাসাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক।































