ছবি সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা দিয়েছে বিএনপি। তবে এই তালিকায় নেই দলের সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও একাদশ সংসদের সংরক্ষিত আসনের সাবেক এমপি রুমিন ফারহানার নাম।
গতকাল সোমবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। পরে এক বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে রুমিন ফারহানা বলেন, ‘৬৩টি আসন এখনো “অন হোল্ড” আছে। আমারটাও “অন হোল্ড” রয়েছে। দল “উইনেবল” প্রার্থী খুঁজে দেখছে। সেই বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের মহাসচিবও বলেছেন, এটা সম্ভাব্য তালিকা। পরিবর্তন আসতে পারে। কেউ বাদ পড়তে পারেন, আবার নতুন কেউ যুক্তও হতে পারেন।’
রুমিন ফারহানা জানান, বিএনপি যেসব সমমনা দলের সঙ্গে দীর্ঘদিন আন্দোলন–সংগ্রাম করেছে, তাদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে। ‘১২ থেকে ১৫ বছর ধরে সুখে–দুঃখে যেসব দল বিএনপির পাশে ছিল, তাদের জন্যই বেশ কিছু আসন ফাঁকা রাখা হয়েছে,’ বলেন তিনি।
মনোনয়ন না পাওয়া নেতাকর্মীদের প্রতিক্রিয়া নিয়েও কথা বলেন রুমিন। ‘তাদের এই আবেগকে সম্মান করতে হবে। নেতাকর্মীদের ভালোবাসা, ত্যাগ, পরিশ্রমের কারণেই একজন মনোনয়নপ্রত্যাশী হতে পারেন। তাই বাদ পড়লে মন খারাপ হওয়া স্বাভাবিক,’ বলেন তিনি।
নারী প্রার্থীর সংখ্যা নিয়ে রুমিন ফারহানা বলেন, ‘যদি বিএনপি নারী মনোনয়নের হার ৫ শতাংশ পর্যন্ত বাড়াতে রাজি হয়, তাহলে চূড়ান্ত তালিকায় আরও নারী যুক্ত হতে পারেন।’

											
											
											
											
											
											





























