বুধবার ০৫ নভেম্বর ২০২৫, কার্তিক ২১ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বিএনপির কাছে ২০ আসন ও মন্ত্রিসভায় হিস্যা চায় এনসিপি

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৪:২৩, ৫ নভেম্বর ২০২৫

আপডেট: ১৪:৫৮, ৫ নভেম্বর ২০২৫

বিএনপির কাছে ২০ আসন ও মন্ত্রিসভায় হিস্যা চায় এনসিপি

ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে অন্তত ২০ আসনে সমঝোতা করতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বিএনপি ক্ষমতায় গেলে মন্ত্রিসভায়ও অংশীদার হতে চায়।

উভয় দলের একাধিক সূত্রে জানা গেছে, এনসিপি আপাতত বিএনপির সঙ্গেই ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে। তবে আলোচনা এখনো অনানুষ্ঠানিক পর্যায়ে রয়েছে। এনসিপির কিছু নেতা জামায়াতের সঙ্গেও যোগাযোগ রাখছেন বলে জানা গেছে।

বিএনপির সূত্রে বলা হয়েছে, এনসিপি কেবল আসন সমঝোতা নয়, নিজেদের রাজনৈতিক নিরাপত্তার নিশ্চয়তাও চাইছে। অনানুষ্ঠানিক আলোচনায় তারা তিনজনকে মন্ত্রী করার প্রস্তাব তুলেছে। বিএনপি এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি।

এনসিপি নেতারা জানিয়েছেন, দলটি অন্তত ২০ আসনে, যার মধ্যে ঢাকায় চারটি, বিএনপির সঙ্গে বোঝাপড়া করতে চায়। এসব আসনের কিছুতে ইতিমধ্যে বিএনপির প্রার্থী ঘোষণা করা হলেও আলোচনা চলছে। দুই দলের মধ্যে সমঝোতা হলে বিএনপি প্রয়োজনমতো প্রার্থী তুলে নেবে।

তবে এনসিপির ভেতরে এখনো মতপার্থক্য আছে—কেউ বিএনপির সঙ্গে জোট চান, কেউ এককভাবে নির্বাচনে অংশ নিতে চান।

সূত্র: প্রথম আলো

প্রথম আলোর সংবাদটি পড়তে চাইলে এখানে ক্লিক করুন-  

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়