ছবি সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ে ‘হাই হেরিটেজ’ নামে একটি বহুতল আবাসিক ভবনে আগুন লাগে। বুধবার সকাল ১১টার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর নাসরিন সুলতানা জানান, বেলা ১১টা ৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে মোহাম্মদপুর স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত কাজ শুরু করে।
ভবনের বাসিন্দাদের বরাতে জানা গেছে, দ্বিতীয় তলায় বিদ্যুতের সুইচ বোর্ড থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়, যা দ্রুত চতুর্থ তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।































