শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, মাঘ ২৫ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

অভিনয় ছেড়ে ‘ইসলামের ছায়াতলে’ তামিম মৃধা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৮, ২৫ জানুয়ারি ২০২৫

অভিনয় ছেড়ে ‘ইসলামের ছায়াতলে’ তামিম মৃধা

ছবি: ইন্টারনেট

তামিমের বড় ভাই সাকিব এম তালহা সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তালহা লিখেছেন, ‘আমার ভাই তামিম মৃধা মূলধারার মিডিয়াতে কাজ করা ছেড়ে দিয়েছেন।

আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন উল্লেখ করে তিনি বলেন, ‘আশা করি আপনারা তাকে (তামিম) সমর্থন করবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।

এদিকে নেটিজেনরা তামিমমে শুভেচ্ছা জানিয়েছেন। সুমন আহমাদ নামে একজন লিখেছেন,‘আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা ভাই তামিম মৃধাকে কবুল করুন। হেদায়েত এই দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। দ্বীনের উপর ভাইকে আল্লাহ অটুট রাখুন।

আরেকজনের ভাষ্য, ‘তামিম ভাইকে অনেক আগে থেকেই চিনি। এর আগে তার এতোবড় দাড়ি দেখি নাই। হয়ত কামব্যক করতে পারে। আল্লাহ তাকে দ্বীনের জন্য কবুল করুন। আমরা আশাবাদী হতেই পারি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়