নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে তাহসান ও রোজার একাধিক বিশেষ মুহুর্তের ছবি
পাত্রীর নাম রোজা আহমেদ। তিনি জনপ্রিয় মেকওভার আর্টিস্ট। একজন সফল উদ্যোক্তাও তাহসান পত্নী।
শনিবার (৪ জানুয়ারি) ভোর থেকে হঠাৎই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে তাহসান ও রোজার একাধিক বিশেষ মুহুর্তের ছবি। এরপরই নেটিজেনরা অবাক বনে যান তাহসানের বিয়ের খবরে।
কোনো রকম গুঞ্জন বা পূর্বাভাস ছাড়াই হঠাৎ বিয়ের এমন খবর অন্তর্জালে ছড়িয়ে পড়ায় তাহসানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়।

মুঠোফোনে গায়কের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘বিয়ে’-র একাধিক ছবি ভাইরাল হওয়া প্রসঙ্গে এবার মুখ খুলেছেন জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খান। জানালেন, বিয়ে এখনও হয়নি।
সংবাদমাধ্যমে তাহসান বলেন, অন্তর্জালে ভাইরাল ছবিগুলো একটি ঘরোয়া আয়োজনে তোলা। এখনও বিয়ে হয়নি। বিয়ের কোনো আনুষ্ঠানিকতাও হয়নি।
তাহসান আরও বলেন, বিয়ে প্রসঙ্গে বিস্তারিত তথ্য আজ শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় জানাবো।
জানা যায়, নিউইয়র্ক ইউনিভার্সিটিতে কসমেটোলজির ছাত্রী ছিলেন রোজা। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে প্রায় ১০ বছর ধরে কাজ করছেন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে।
এছাড়া পড়াশোনা শেষ করার পর রোজা কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করে নিউ ইয়র্কের কুইন্সে ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। মেকওভার এডুকেটর হিসেবে কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ২০০৬ সালে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে ভালোবেসে বিয়ে করেন তাহসান। ২০১৩ সালে তাদের সংসারে জন্ম নেয় কন্যা সন্তান আইরা তাহরিম খান। ২০১৭ সালে তাদের বিচ্ছেদ ঘটে।































