সোমবার ১৪ অক্টোবর ২০২৪, আশ্বিন ২৯ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

নিজের পরিচালনায় টেন ডে’স নিয়ে উচ্ছ্বসিত নির্মাতা তুরাগ

মো. সাহিদ আহমেদ

প্রকাশিত: ১৭:৩০, ১৮ সেপ্টেম্বর ২০২৪

নিজের পরিচালনায় টেন ডে’স নিয়ে উচ্ছ্বসিত নির্মাতা তুরাগ

নির্মাতা তানভীর রহমান তুরাগ

টানা বছর ক্যামেরার পেছনে জনপ্রিয় বহু নাটকের সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবার নিজের পরিচালিত রোমান্টিক নাটক টেন ডে' নিয়ে দর্শকদেরকে চমক দেওয়ার জন্য প্রস্তুতি সেরে ফেলেছেন তানভীর রহমান তুরাগ। পরিচালনা নাটকের গল্প লিখেছেন তিনি।

'টেন ডেসেঅভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর, নীল, বাশার বাপ্পী,অরণ্য বিজয়, রশনি বাশার প্রমুখ।

নির্মাতা তুরাগ বলেন, প্রথমবার রোমান্টিক নাটক পরিচালনা করেছি। নাটকের গল্পে আবর্তিত হয়েছে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুই তরুণ-তরুণীর গল্প। যাদের ভিশন আলাদা কিন্তু মিলে যাওয়ার বিন্দুটা একই।

তবে এটা তথাকথিত কোনো প্রেমের গল্প না। গল্পের শেষে টুইস্ট সবাইকে অবাক করবে আশা রাখি।

কিভাবে পরিচালনায় এলেন জানতে চাইলে তরুণ নির্মাতা জানান, আমার মিডিয়ার পথটা সহজ ছিলো না। ২০১৪ সালের দিকে অভিনেতা বাশার বাপ্পীর হাত ধরে জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করি। সহকারি পরিচালক হিসেবেবড় ছেলে’ ‘বুকের বা পাশে’, ‘

ব্যাচ টুয়েন্টি সেভেন’, ধারাবাহিক নাটকগল্পগুলো আমাদের’,’হাতে রেখে হাত’, ‘চারুর বিয়ে’, ‘পিছুটান’, ‘সিদ্ধান্ত’, ‘পারফেক্ট ওয়ানএর মতো অসংখ্য নাটকে সহকারী পরিচালক এর দায়িত্ব পালন করেছি।

জীবনে নিজেকে কোথায় দেখতে চান জানতে চাইলে নির্মাতা তুরাগ বলেন, ভবিষ্যতে সিনেমা বানানোর ইচ্ছা আছে। আসলে আমি সব ধরনের গল্প বলতে চাই। আমিফিল্ম মেকারনাফীল মেকারহতে চাই।

অনেক গল্প বলতে চাই। যে গল্পগুলো মানুষের মনকে সরাসরি কানেক্ট করবে, হাসাবে, কাঁদাবে।

তানভীর হাসান তুরাগের ভাষ্য, 'নাটকের গল্প দর্শকদের স্পর্শ করে যাবেএটা আমার বিশ্বাস। উত্তরার চমৎকার লোকেশনে শুটিং করেছি। শিল্পীরা দারুণ অভিনয় করেছেন। আমিও চেষ্টা করেছি যত্ন করে নাটকটি বানাতে।' শীঘ্রই বেসরকারি টিভিতে দেখানো হবে নাটকটি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়