ছবি: ইন্টারনেট
গত বছর আফরান নিশোর সিনেমা ‘সুড়ঙ্গ’ দর্শকপ্রিয়তা ও বাণিজ্যিক সাফল্য দুটোই পেয়েছিল। কিন্তু এরপর থেকে একেবারে গা ঢাকা দিয়ে ছিলেন তিনি। সিনেমা তো দূরের কথা, কোনও কাজেই তার দেখা মিলছিল না। অনেকের প্রশ্ন ছিল, তবে কী নিজেকে গুটিয়ে নিলেন নিশো? এবার মিললো তারই জবাব। একটি নয়, দুটি সিনেমা নিয়ে বড় পর্দায় হাজির হচ্ছেন এ অভিনেতা।
সোমবার খবরটি জানা গেছে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের পক্ষ থেকে। তাদের সঙ্গেই দুই ছবির চুক্তি সেরেছেন অভিনেতা।
তবে চুক্তি সম্পন্ন হলেও নিশোর এই দুই সিনেমার নাম, বাকি অভিনয়শিল্পী, পরিচালনায় কে থাকছেন তা খোলাসা করেনি প্রযোজনা প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে, শুটিং ও মুক্তির তারিখসহ বিস্তারিত শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।