মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, আষাঢ় ৩০ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ভারতের সঙ্গেই মুক্তি পাচ্ছে ‘জাওয়ান’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:১৬, ৭ সেপ্টেম্বর ২০২৩

ভারতের সঙ্গেই মুক্তি পাচ্ছে ‘জাওয়ান’

ছবি সংগৃহীত

কোনো কর্তন ছাড়াই সেন্সর ছাড়পত্র পেয়েছে শাহরুখ খান অভিনীতজাওয়ানসিনেমা। এতে দেশে সিনেমাটির মুক্তি নিয়ে অনিশ্চয়তার অবসান ঘটলো। বৃহস্পতিবার ( সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনটি হলে সিনেমাটি মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন। এর ফলে প্রথমবারের মতো হিন্দি কোনো সিনেমা ভারত বাংলাদেশে একইদিনে মুক্তি পাচ্ছে।

এর আগে, বৃহস্পতিবার দুপুর ১২টায় সেন্সরে প্রদর্শিত হয়জাওয়ানসিনেমা। বিকেল ৩টায় শো শেষে ছবিটিকে ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাটের অনন্য মামুন সংবাদ মাধ্যমকে বলেন, সারাবিশ্বে যেহেতু বৃহস্পতিবার ছবিটি মুক্তি পেয়েছে, সেহেতু আমরা দেশের তিনটি বড় সিনেপ্লেক্সে আজই ছবিটি চালাব। এরই মধ্যে হলগুলোতে প্রচুর দর্শক অগ্রিম টিকিটের জন্য লাইন দিয়ে রেখেছেন। এমনকি অনেকেই শো টাইম নির্ধারিত হওয়ার আগেই টিকেট বুক করে রেখেছেন।

আজব্লকবাস্টার সিনেমাস সন্ধ্যা ৬টায় ছবিটি চলবে। আগামীকাল শুক্রবারও ( সেপ্টেম্বর) ‘ব্লকবাস্টার সিনেমাসসহ  দেশের ৪৮টি হলেমুক্তি পাবে ছবিটি।

জাওয়ান কিং খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সুপারস্টার নয়নতারা। অতিথি চরিত্রে রয়েছেন বলিউডের দীপিকা পাড়ুকোন। আরও অভিনয় করেছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে রেড চিলিস এন্টারটেইনমেন্ট।

উল্লেখ্য, গত মে মাসে সরকার সিদ্ধান্ত নেয়, বছরে ১০টি হিন্দি ছবি আমদানি করে বাংলাদেশে মুক্তি দেয়া যাবে। এই নীতিমালায় গত ১৯ মে বাংলাদেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীতপাঠানসিনেমা। এরপর ২৫ আগস্ট মুক্তি পায় সালমান খান অভিনীতকিসি কা ভাই কিসি কি জানছবিটি। আজ মুক্তি পেলো শাহ্রুখের নতুন ছবিজাওয়ান

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়