সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩, আশ্বিন ১০ ১৪৩০

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

মান-অভিমান ভুলে আবারও এক হলেন রাজ-পরী

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৫, ১৭ আগস্ট ২০২৩

মান-অভিমান ভুলে আবারও এক হলেন রাজ-পরী

ছবি সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণি স্বামী অভিনেতা শরিফুল রাজ তাদের অতী্তের মান-অভিমান ভুলে আবার একত্রিত হয়েছেন। তাদের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যে ওরফে পদ্মের জন্মদিনের আলাদা একটি অনুষ্ঠানে এই জুটিকে একসঙ্গে দেখা যায়।

পরীমণি-রাজের সন্তানের প্রথম জন্মদিন পালন করেছে টিএম ফিল্মস। গানবাংলা টেলিভিশনের সিইও কৌশিক হোসেন তাপস, তার স্ত্রী ফারজানা মুন্নি, টিএম ফিল্মসের চেয়ারওম্যানসহ উপস্থিত ছিলেন।

রাজ-পরী এবং তার সন্তান সেখানে উপস্থিত হয়েছিল। সেই সময়টা জুড়েই উপভোগ করেছেন এই জুটি। তাপস তার ফেসবুক পেজে পরীমনি-শরিফুল রাজের একাধিক ছবি পোস্ট করেছেন।

একটি ছবিতে রাজকে জড়িয়ে ধরতে দেখা যাচ্ছে পরীমনিকে। আরেকটি ভিডিওতে পরীমনিকে দেখা যাচ্ছে রাজের পাশে বসে তার শিশুকে কোলে নিয়ে গান গাইছেন। এর পর ছেলেকে নিয়ে জন্মদিনের কেকও কেটেছেন।।

হত্যাকাণ্ডে আনন্দে মেতে ওঠেন তাদের সমর্থকরা। সকলেরই ধারণা, সব বিতর্ক উপেক্ষা করে এই দম্পতি তাদের ছেলের সহযোগিতায় আবারও একত্রিত হয়েছেন।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়