
ছবি সংগৃহীত
পুত্রসন্তানের মা হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে রাত ১১টা ২০ মিনিটে পুত্র সন্তানের জন্ম দেন মাহি।
মাহিয়া মাহি মা হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট দিয়েছেন অভিনেত্রী পরীমণি।
বুধবার (২৯ মার্চ) সকাল ৮টা ১৮ মিনিটে মাহিকে ট্যাগ করে সেই পোস্টে তিনি লেখেন, ‘শুভেচ্ছা, পোলার মা’।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে বুধবার (২৯ মার্চ) ভোররাত ৪টা ৩ মিনিটে নবজাতকের একটি ছবি প্রকাশ করেন চিত্রনায়িকা। এর ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ’।
ছবিতে দেখা যায়, ছেলেকে নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন মাহি। সন্তানের দিকে তাকিয়ে আছেন মাহির স্বামী রাকিব সরকার।
এর আগে রাত ৮টা ৩২ মিনিটে নিজের ফেসবুক পেজে সবার কাছে দোয়া চেয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন মাহি। লিখেছেন, ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
গত বছর সেপ্টেম্বর মা হতে যাচ্ছেন বলে খবর জানিয়েছিলেন মাহি নিজেই। সে সময় পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে মাহিকে উদ্দেশ্য করে এক পোস্ট দিয়ে লেখেন, ‘অভিনন্দন মাহিয়া সরকার মাহি। দল ভারী হয়ে গেল আমাদের লালালা। বাজি ফাটাবো শুধু বাজিইই। অনেক দোয়া, অনেক ভালোবাসা।’