
ছবি সংগৃহীত
সাম্প্রতিক সময়ে বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশনের নামের সঙ্গে সাবা আজাদের নাম জড়িয়ে সময়ে বেশ আলোচনা হচ্ছে। বিভিন্ন খবরে বলা হচ্ছে, তারা দু’জন ‘লিভ টুগেদার’ বা একসঙ্গে থাকার পরিকল্পনা করছেন। মুম্বাইয়ের ‘মান্নাত হাউজে’র তিন হাজার স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্টও কিনেছেন তারা। এবার সেই বিষয়ে মুখ খুলেছেন হৃত্বিক।
রোববার (২০ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, মন্নতে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে সেখানে থাকার জন্য শত কোটি রুপি খরচ করে কাজ করাচ্ছেন হৃতিক-সাবা। এই খবরে একই দিন এক টুইট বার্তায় পানি ঢেলে দেন বলি নায়ক।
হৃতিক লেখেন, “ এই খবরের কোনো সত্যতা নেই। পাবলিক ফিগার হওয়ার দরুন সবসময়ই মানুষের কৌতূহলের মধ্যে দেখে থাকি। তবে রটে যাওয়া মিথ্যা খবর থেকে দূরে থাকা ভালো।”
সুজান খানের সঙ্গে হৃতিকের বিবাহবিচ্ছেদের পর বয়সে ছোট সাবাকে মন দেন হৃতিক। এই সম্পর্ক নিয়ে কখনো লুকোচুড়ি করেননি তারা। এমনটাও জানিয়েছেন, সম্পর্ক পূর্ণতা পাওয়া, অর্থাৎ বিয়ের আগ পর্যন্ত একে অপরকে সময় দিতে চান তারা।