বুধবার ১৭ এপ্রিল ২০২৪, বৈশাখ ৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

কোক স্টুডিও বাংলাতে গাওয়া হল ‘সব লোকে কয়’

রঙিন আভা

প্রকাশিত: ১২:২২, ২২ জুন ২০২২

কোক স্টুডিও বাংলাতে গাওয়া হল ‘সব লোকে কয়’

ছবি: সংগৃহীত

গত ২৩ ফেব্রুয়ারিনাসেক নাসেকশীর্ষক গানের মাধ্যমে বাংলাদেশে যাত্রা করেকোক স্টুডিও বাংলা এরপর আরো কয়েকটি গান প্রকাশিত হয়েছে এই প্ল্যাটফর্ম থেকে। সেগুলোর জন্য সাড়াও মিলেছে বেশ।

মঙ্গলবার (২১ জুন) বিশ্ব সংগীত দিবস উপলক্ষ্যে প্রকাশিত হয়েছে কোক স্টুডিও বাংলার নতুন গানসব লোকে কয়' এটি করা হয়েছে বাংলার সাধক লালন ফকির প্রাচীন ভারতের কবি কবীর দাসের গানের সমন্বয়ের। এরমধ্যে লালনের 'সব লোকে কয়' এবং কবীরের 'কবীরা কুয়া এক হ্যায়' কণ্ঠ দিয়েছেন কানিজ খন্দকার মিতু মুর্শিদাবাদী।

কোক স্টুডিও জানায়, সব লোকে কয় গানটি উৎসর্গ করা হয়েছে মানুষের প্রতি মানুষের চিরন্তন ভালোবাসার প্রতি। মানব ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে, মানুষ সব সময় একটি অভিন্ন চেতনার অংশ হয়ে থেকেছে। মরমী কবি ফকির লালন শাহ কবীর দাস সম্পর্কেও একই কথা বলা যেতে পারে। ভিন্ন সময়ে বসবাস করেও তারা একই কথা বলে গেছেন। তারা মানুষের সম্প্রীতি সহাবস্থানে বিশ্বাস করতেন।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়