শুক্রবার ০৬ ডিসেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ২২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

স্কুল ভর্তিতে লটারি : শূন্য আসনের তালিকা পাঠানোর নির্দেশ

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৮, ৪ নভেম্বর ২০২৪

স্কুল ভর্তিতে লটারি : শূন্য আসনের তালিকা পাঠানোর নির্দেশ

ছবি সংগৃহীত

আগামী শিক্ষাবর্ষের (২০২৫) জন্য প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে লটারি পদ্ধতি চালু করতে যাচ্ছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) লক্ষ্যে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়কে শূন্য আসনের তথ্য পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার ( নভেম্বর) বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাউশি।

মাউশি জানায়, গত ৩০ অক্টোবর থেকে এই তথ্য জমা দেওয়ার কাজ শুরু হয়েছে এবং নভেম্বরের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে gsa.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য জমা দিতে হবে।

এতে আরো বলা হয়েছে, দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং মহানগর জেলা সদর উপজেলায় অবস্থিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আগামী শিক্ষাবর্ষের (২০২৫) জন্য প্রথম থেকে নবম শ্রেণিতে লটারি পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তির জন্য সরকারি মহানগর এবং জেলা সদর উপজেলায় অবস্থিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোকে শূন্য আসনের তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হলো।

ভর্তি প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ সময়সূচি : তথ্য জমা দেওয়ার শেষ তারিখ নভেম্বর ২০২৪; অনলাইন আবেদন গ্রহণ শুরু ১২ নভেম্বর ২০২৪, অনলাইন আবেদন গ্রহণের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৪, ভর্তির লটারি ডিসেম্বর ২০২৪ (তারিখ পরে জানানো হবে)

শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত নীতিমালা অনুসরণ করে প্রতিটি প্রতিষ্ঠানকে সঠিক তথ্য দিতে হবে। ঢাকার প্রতিষ্ঠানগুলোর জন্য নির্ধারিত এলাকায় সর্বোচ্চ তিনটি থানাকে অন্তর্ভুক্ত করার নিয়ম রয়েছে। এছাড়া অনলাইন আবেদন ফরমে ব্যাংক সংক্রান্ত তথ্য যুক্ত করতে প্রতিষ্ঠান প্রধানদের অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর রাউটিং নম্বর দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। ভুল তথ্য জমা দিলে প্রতিষ্ঠানের প্রধানকে ব্যক্তিগতভাবে দায়ী হতে হবে বলে নির্দেশ দিয়েছে মাউশি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়