সোমবার ১৪ অক্টোবর ২০২৪, আশ্বিন ২৯ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

কক্সবাজার জনসম্মুখে ‘নারী হেনস্থা’ করা যুবক ডিবি হেফাজতে

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: ১৭:২১, ১৪ সেপ্টেম্বর ২০২৪

কক্সবাজার জনসম্মুখে ‘নারী হেনস্থা’ করা যুবক ডিবি হেফাজতে

ছবি সংগৃহীত

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কক্সবাজারে এক নারীকে মারধরের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এক নারীকে কান ধরিয়ে ওঠবস করাচ্ছে একদল অতিউৎসাহী জনতা। তাদের তোপের মুখে পড়া ভুক্তভোগী নারী কানে হাত দিয়ে ওঠবস করতে অপারগতা প্রকাশ করছেন। কিন্তু, সেখানে উপস্থিত এক যুবক লাঠি দিয়ে ওই নারীকে একাধিকবার আঘাত করেন। সেই লাঠির আঘাত থেকে রক্ষা পেতে ভুক্তভোগী নারী কান ধরে ওঠবস করছেন। শুধু তাই নয়, পাশে দাঁড়িয়ে থাকা জনতা ওই নারীর কান ধরে ওঠবসের গণনাও করছিলেন।

কক্সবাজার সমুদ্র সৈকতে নারীকে কান ধরিয়ে ওঠবসমারধর করে উল্লাস করা অভিযুক্ত ফারুকুল ইসলামকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

শুক্রবার দিবাগত রাতে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে গণমাধ্যমে জানিয়েছেন কক্সবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবির ওসি জাবেদ মাহমুদ

অভিযুক্ত যুবকের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া এলাকায় বলে জানিয়েছে ডিবি।

ডিবির ওসি জানান, সৈকতে নারীকে কান ধরিয়ে উল্লাস করা অভিযুক্ত যুবক ফারুকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনও আটক বা গ্রেপ্তার দেখানও হয়নি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়