বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪, আশ্বিন ৩ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, শিশুসহ নিহত ৪

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৬, ১১ আগস্ট ২০২৪

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি, শিশুসহ নিহত ৪

ছবি সংগৃহীত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ট্রলার ডুবির ঘটনায় শিশুসহ চার রোহিঙ্গার মৃত্যু হয়েছে। তবে ঘটনায় তাৎক্ষণিক ১৭ জনকে জীবিত উদ্ধার করেন কোস্টগার্ড। ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে ভাসানচর থেকে আট নটিকেল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শিশু আজিজুল হক () তার ভাই আব্দুল কাদের () আছিয়া বেগম (লায়লা বেগম (৪৫)  

পুলিশ জানায়, শনিবার সকালে চট্টগ্রাম থেকে ২১জন যাত্রী কিছু মালামাল নিয়ে একটি ট্রলার ভাসানচরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে মালবাহী ট্রলারটি ভাসানচর থেকে আট নটিকেল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় পৌঁছলে ট্রলারের নিচে ছিদ্র হয়ে যায়। এদের মধ্যে ১৭ জনকে জীবিত উদ্ধার করে আনে কোস্টগার্ড। বাকি তিন শিশু এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়