
ফাইল ফটো
কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক কারবারির মৃত্যু হয়েছে। এ সময় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।
সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টার দিকে কক্সবাজার র্যাব-১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, টেকনাফের দমদমিয়া এলাকার নাফ নদীর পাড়ে মাদক কারবারিরা র্যাবের একটি আভিযানিক দলের ওপর গুলি করে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। এতে এক মাদক কারবারি আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।