মঙ্গলবার ১১ নভেম্বর ২০২৫, কার্তিক ২৭ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১২:০১, ১১ নভেম্বর ২০২৫

রাজধানীর কয়েকটি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ছবি সংগৃহীত

আগামীকাল মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য রাজধানীর কয়েকটি এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, মানববন্ধন ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ডিএমপি অর্ডিন্যান্সের ২৯ ধারার ক্ষমতাবলে প্রধান বিচারপতির সরকারি বাসভবন, সুপ্রিম কোর্টের প্রধান গেট, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনের এলাকায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এ ছাড়া সড়ক অবরোধ বা অন্য কোনোভাবে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সবাইকে সতর্ক করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়