শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, বৈশাখ ১২ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে চলছে ভাঙচুর

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১০:২৪, ৬ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৩:৪৩, ৬ ফেব্রুয়ারি ২০২৫

ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে চলছে ভাঙচুর

ছবি: ইন্টারনেট

রাজধানী ঢাকার ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর শুরু করেছে আন্দোলনকারী ছাত্র–জনতা।

বুধবার (৫ ফেব্রুয়ারি) পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাত ৮টার দিকে ছাত্র–জনতা স্লোগান দিতে দিতে ধানমন্ডি ৩২ নম্বরের গেট ভেঙে ঢুকে পড়েন।

৩২ নম্বরের বাড়িতে প্রবেশের মুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি ভেঙে ফেলা হয়েছে। শুধু ম্যুরাল না ভেঙে ফেলা হয়েছে বাড়ির বিভিন্ন অংশও।

এর আগে, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেবেন বলে প্রচার করেছে আওয়ামী লীগ। এর প্রতিবাদে বুধবার রাত ৯টায় ‘লং মার্চ টু ধানমন্ডি–৩২’ কর্মসূচির ঘোষণা দেয় ছাত্র–জনতা।

এদিকে, সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে হাসনাত আব্দুল্লাহ’র ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া একটা পোস্টে বলা হয়েছে, “আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।”

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়