
সারাদেশের এসএসসি-৯৭ ব্যাচের মিলনমেলা সম্পন্ন
বিজয় গ্রুপ-৯৭/৯৯ প্রতিবারের মত এবারো মিলন মেলার আয়োজন করেছেন। সারাদেশের বন্ধুরা একসঙ্গে মিলেমিশে সারাদিন আনন্দের সাথে উপভোগ করেন। ঢাকার মতিঝিলে জাঁকালো এক আয়োজনের মধ্য দিয়ে তাদের মিলনমেলা সম্পন্ন হয়। এতে প্রায় ২০০ বন্ধু উপস্থিত হয়ে মিলনমেলাকে আরও সাফল্যমণ্ডিত করে তুলেন। (এস.এস.সি-৯৭/৯৯ইং ব্যাচ) সারাদেশের-এস.এস.সি- ৯৭ইং ব্যাচের বন্ধুদের নিয়ে সংগঠিত হয়েছে বিজয় গ্রুপ।
এছাড়া এই গ্রুপের মূল উদ্দেশ্য সব বন্ধুদের একসাথে হয়ে বন্ধুদের পাশাপাশি সামাজিক উন্নয়ন এবং নিজেদের মাঝে সম্প্রীতি বজায় রেখে পথ চলা।
জানা গেছে, বিজয়-৯৭ গ্রুপটিতে পরিচালনায় আছেন; মোঃ সফিক মোল্লা, মোঃ ভূবেন মিয়া, সাজেদা ইয়াছমিন-ইভা,আলমগীর হোসেন এবং সার্বিক সহযোগিতায় ডা. নেয়ামুল সোহেল।