বিদায়-২০১৮,স্বাগত-২০১৯ । নতুন দিনের নতুন সূর্যোদয়, নতুন স্বপ্ন আর নতুন আশা। শুভ হোক আগামীর পথচলা । আনন্দচিত্তে সেই পথচলাকে আরো সুন্দর করতে বুধবার প্রয়াস ইন্টারন্যাশনাল লিমিটেড এর প্রধান কার্যালয়ে ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা জানাতে আসেন ব্যাংক এশিয়ার ধানমন্ডি শাখার কর্মকর্তাবৃন্দ।
প্রয়াস এর প্রধান কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়ে ব্যাংক এশিয়ার কর্মকর্তাদের বরণ করে নেন প্রয়াস ইন্টারন্যাশনাল লিমিটেড এর পরিচালক রূপক তালুকদার, আলোআভা নিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক রেজাউল আহসান সিকদার এবং প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
নববর্ষের শুভেচ্ছা জানানোর পরে ব্যাংক কর্মকর্তারা প্রয়াস ইন্টান্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক প্রদ্যুত কুমার তালুকদারের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। ব্যাংকারদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন মো: আরিফুল ইসলাম (এক্সিকিউটিভ অফিসার), ফারহা দিবা (সিনিয়র অফিসার), ইয়াসমিন সাবিয়া (এক্সিকিউটিভ অফিসার), শারমিন খান (এ্যাসিট্যান্ট অফিসার) ।
আলোআভানিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ
আলোআভানিউজ টোয়েন্টিফোর ডটকম/রাজু/মারুফ
নববর্ষের শুভেচ্ছা জানানোর পরে ব্যাংক কর্মকর্তারা প্রয়াস ইন্টান্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক প্রদ্যুত কুমার তালুকদারের সাথেও সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। ব্যাংকারদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন মো: আরিফুল ইসলাম (এক্সিকিউটিভ অফিসার), ফারহা দিবা (সিনিয়র অফিসার), ইয়াসমিন সাবিয়া (এক্সিকিউটিভ অফিসার), শারমিন খান (এ্যাসিট্যান্ট অফিসার) ।
আলোআভানিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ
আলোআভানিউজ টোয়েন্টিফোর ডটকম/রাজু/মারুফ 






























