ছবি সংগৃহীত
টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ থাকায় পর্যটক সংখ্যা একেবারেই কমে গেছে দেশের একমাত্র প্রবাল দ্বীপে। ফলে অলস সময় পার করছেন দ্বীপের ব্যবসায়ী থেকে শুরু করে সবাই।
জাহাজ চলাচল স্বাভাবিক করার দাবিতে স্থানীয়রা শুক্রবার (১১নভেম্বর) দুপুরে একটি মানববন্ধন করেন। এক সপ্তাহের মধ্যে দাবি না মানলে সেন্টমার্টিনে কোনো পর্যটককে ঢুকতে না দেয়ারও হুঁশিয়ারি দেন ব্যবসায়ী ও স্থানীয়রা।
নাব্য সংকটের কারণ দেখিয়ে দীর্ঘদিন ধরে বন্ধ রাখা হয়েছে টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল। ফলে দ্বীপটিতে কমেছে পর্যটকের যাতায়াত।
এক ব্যাবসায়ী বলেন, এক কুচক্রী মহল একটি জাহাজ চালিয়ে ইচ্ছাকৃতভাবে আমাদের ১০টি জাহাজ বন্ধ কর দিয়েছে।
স্থানীয়রা বলছেন, দ্বীপের ১০ হাজার মানুষের ৯০ শতাংশই পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল। তাদের আয় হয় মাত্র ৪ মাস। সেসময় টেকনাফ থেকে জাহাজ চলাচল বন্ধ থাকায় ঘরে ঘরে বেড়েছে অভাব।
কক্সবাজার থেকে যে জাহাজ যায় তা ব্যয়বহুল হওয়ায় পর্যটকরা আগ্রহ হারাচ্ছেন সেন্টমার্টিন ভ্রমণে। ফলে এখানকার হোটেল, দোকানপাট, রেস্টুরেন্টসহ বিভিন্ন ব্যবসায়ী ও শ্রমিকরা অনেকটা অলস সময় পার করছেন।