বুধবার ২৬ নভেম্বর ২০২৫, অগ্রাহায়ণ ১২ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কঠোর মন্তব্য মামুনুল হকের

রাজনীতি ডেস্ক

প্রকাশিত: ১৩:১৬, ২৬ নভেম্বর ২০২৫

শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কঠোর মন্তব্য মামুনুল হকের

ছবি সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, মানুষ যেমন কবর থেকে ফিরে আসে না, তার মতে শেখ হাসিনাও আর দেশের রাজনীতিতে ফিরতে পারবেন না। মঙ্গলবার রাতে ময়মনসিংহের গৌরীপুরের মধ্য বাজারে দলীয় জনসভায় তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, আওয়ামী লীগকে দুরবস্থায় ফেলে শেখ হাসিনা পরিবারসহ দেশ ছাড়ার আগে যা নেওয়ার ছিল তা নিয়েই চলে গেছেন। তার দাবি, ১৬ লাগেজে নিয়ে যাওয়া সেই সামগ্রীর মধ্যেই সব হিসাব-নিকাশ সারা হয়েছে।

জুলাইয়ের আন্দোলনে প্রাণ দেওয়া মানুষদের কথা তুলে তিনি বলেন, তাদের আত্মত্যাগ মূল্যহীন হতে দেওয়া যাবে না। নতুন বাংলাদেশ তৈরির পথে জুলাই সনদ বাস্তবায়নকে তিনি জরুরি বলে উল্লেখ করেন।

সভায় দলীয় নেতারা ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়