মঙ্গলবার ২১ অক্টোবর ২০২৫, কার্তিক ৬ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

প্রতি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে: প্রধানমন্ত্রী

আলো আভা ডেস্ক

প্রকাশিত: ১৫:২৯, ১৫ মার্চ ২০২৩

প্রতি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিটি বিভাগে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে।

বুধবার (১৫ মার্চ) গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের নার্সিং কলেজের দ্বিতীয় স্নাতক সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশে কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দিয়েছে। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিটি বিভাগেই মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দেব। ইতোমধ্যে চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয় করে দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, নার্সিংই সবচেয়ে বিশ্বস্ত পেশা। কারণে ক্ষমতায় এসেই নার্সিং পেশাকে বিশেষ গুরুত্ব দিয়েছে সরকার। চিকিৎসার চেয়ে ডাক্তার নার্সদের সেবা এবং সহযোগিতাই রোগীকে দ্রুত সুস্থ করে তুলতে পারে।

তিনি বলেন, বিশ্বব্যাপী নার্সের চাহিদা থাকে। যে কেউ বিদেশি ভাষা শিখে সহজেই চাকরির জন্য দেশের বাইরে যেতে পারে। আমরা প্রায় ৪০ হাজারের মতো নার্স নিয়োগ দিয়েছি। বয়স ছিল না তবে অভিজ্ঞ হিসেবে আমরা ১৫ হাজার নার্স নিয়োগ দিয়েছি। যাতে তারা সেবাটা দিতে পারেন। তার সঙ্গে সঙ্গে ট্রেনিংয়ের ব্যবস্থাও করেছি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়