বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, বৈশাখ ১২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যায় ৯ আসামির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৯, ২৭ সেপ্টেম্বর ২০২২

আপডেট: ১৭:২৮, ২৭ সেপ্টেম্বর ২০২২

সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যায় ৯ আসামির যাবজ্জীবন

ছবি সংগৃহীত

ঝিনাইদহে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় ৯ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিজানুর রহমান এ দণ্ডাদেশ প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের মার্চ মাসে বিষয়খালি গ্রামের আরব আলীর স্ত্রী রেনু বেগমকে তুলে নিয়ে পার্শ্ববর্তী বাঁশ বাগানে নিয়ে ধর্ষণ করেন আসামিরা। পরে তারা ওই নারীকে হত্যা করে পালিয়ে যায়। এ হত্যার ঘটনায় নিহতের স্বামী আরব আলী বাদী হয়ে পরদিন ১৬ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত বিষয়খালী গ্রামের রসুল, শরিফুল ইসলাম, আমিরুল ইসলাম, গোলাম রসুল, আব্দুল আজিজ, আজিজুর রহমান, জাহিদুল ইসলাম, বাদশা মিয়া ও বাতেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।

আসামিদের মধ্যে শরিফুল ও আমিরুল ইসলাম পলাতক রয়েছে। এছাড়াও মামলায় আনোয়ার নামের অপর একজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হলেও তার স্বাভাবিক মৃত্যু হওয়াই বেকসুর খালাস প্রদান করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়