মঙ্গলবার ১২ নভেম্বর ২০২৪, কার্তিক ২৮ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

সেনেগালে সরকারি হাসপাতালে আগুন, ১১ নবজাতকের মৃত্যু

আলো আভা ডেস্ক

প্রকাশিত: ১০:৩৬, ২৬ মে ২০২২

আপডেট: ১০:৩৭, ২৬ মে ২০২২

সেনেগালে সরকারি হাসপাতালে আগুন, ১১ নবজাতকের মৃত্যু

ছবি সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে স্থানীয় একটি সরকারি হাসপাতালে আগুন লেগে ১১ নবজাতকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) দেশটির প্রেসিডেন্ট মেকি সেলি এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার মধ্যরাতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর ডেইলি মেইল।

টুইটে তিনি জানান, সরকারি একটি হাসপাতালের নবজাতক বিভাগে অগ্নিকাণ্ডে ১১ নবজাতকের মৃত্যুর সংবাদ আমি জানতে পেরেছি, যা আমাকে বেদনা দিয়েছে ও হতাশ করেছে। এ ঘটনায় নবজাতকগুলোর মা ও পরিবারের সদস্যদের আমি অন্তরের গভীর থেকে সহানুভূতি জানাচ্ছি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়