মঙ্গলবার ১২ নভেম্বর ২০২৪, কার্তিক ২৮ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

গমের পর এবার চিনি রপ্তানি সীমিত করছে ভারত

আলোআভা ডেস্ক

প্রকাশিত: ১৮:২৭, ২৪ মে ২০২২

আপডেট: ১৯:৪২, ২৪ মে ২০২২

গমের পর এবার চিনি রপ্তানি সীমিত করছে ভারত

ছবি: সংগৃহীত

গম রপ্তানি নিষিদ্ধের পর এবার চিনি রপ্তানি সীমিত করছে ভারত। দেশেরে বাজারে দাম কমানোর জন্য গত ছয় বছরে প্রথমবার চিনি রপ্তানি সীমাবদ্ধ করার পরিকল্পনা নিয়েছে দেশটি। ভারতের এমন সিদ্ধান্ত বৈশ্বিক খাদ্য সংকট আরো বাড়াবে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

ভারতীয় খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা মঙ্গলবার (২৪ মে) বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এ বছর দেশটি চিনি রপ্তানির সীমা এক কোটি টন নির্ধারণের পরিকল্পনা নিয়েছে।

বিশ্বের বৃহত্তম চিনি উৎপাদক ভার। রপ্তানিতে তাদের অবস্থান কেবল ব্রাজিলের পেছনে। ভারত বিশ্বের অন্তত ১২১টি দেশে চিনি রপ্তানি করলেও তাদের প্রধান ক্রেতা ইন্দোনেশিয়া, বাংলাদেশ, সুদান ও সংযুক্ত আরব আমিরাত।

প্রাথমিকভাবে ভারত চিনি রপ্তানির সীমা ৮০ লাখ টন করার পরিকল্পনা নিয়েছিল ভারত। কিন্তু পরে স্থানীয় কারখানাগুলোকে বিশ্ববাজারে আরো কিছু চিনি বিক্রির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

 

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়