![বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানালেন মমতা বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানালেন মমতা](https://www.aloavanews24.com/media/imgAll/2023May/asas-2412021532.jpg)
ছবি সংগৃহীত
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর মোতায়েন করার আহ্বান জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত হস্তক্ষেপের দাবি করেছেন তিনি। সোমবার (২ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার (২ ডিসেম্বর) বিধানসভার শীতাকালীন অধিবেশনে যোগ দিয়ে এই আহ্বান জানান।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশে আমাদের পরিবার, সম্পত্তি ও প্রিয়জন আছে। কেন্দ্রীয় সরকার এ বিষয়ে যে অবস্থানই গ্রহণ করুক না কেন, আমরা তা মেনে নিই। তবে আমরা বিশ্বের যেকোনো স্থানে ধর্মের ভিত্তিতে নৃশংসতার নিন্দা জানাই এবং কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাই, প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করুন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলেন, ভারত সরকার বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুটি জাতিসংঘে তুলতে পারে। সেখানে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর কথা বলতে পারে। যদি বাংলাদেশে ভারতীয়দের ওপর হামলা হয়, তবে আমরা তা সহ্য করতে পারি না। আমরা আমাদের লোকজনদের সেখান থেকে ফিরিয়ে (প্রত্যাবাসন) আনতে পারি।