শুক্রবার ০৬ ডিসেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ২২ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

পাকিস্তানে রেলস্টেশনে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ২৪

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৪, ৯ নভেম্বর ২০২৪

পাকিস্তানে রেলস্টেশনে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ২৪

ছবিঃসংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরে রেল স্টেশনে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪৬ জন। বিস্ফোরণের দায় স্বীকার করেছে নিষিদ্ধ সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি।

স্থানীয় সময় আজ শনিবার সকাল ৯টার দিকে কোয়েটা রেলস্টেশনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, রেলস্টেশনের বুকিং অফিসে এই বিস্ফোরণ হয়। ঘটনার পর পরই তৎপরতা শুরু করে পুলিশ ও উদ্ধার কর্মকর্তারা। এছাড়া কোয়েটার সিভিল হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। হাসপাতালে অতিরিক্ত চিকিৎসক ও স্টাফদের সাহায্যের জন্য ডাকা হয়েছে।

দেশটির রেলওয়ে কর্মকর্তারা জানান, সকাল ৯টায় কোয়েটা স্টেশনে থেকে জাফার এক্সপ্রেস পেশওয়ারের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট সময়ে ট্রেনটি প্ল্যাটফর্মে আসেনি। তার আগেই স্টেশনের কাছে বোমা বিস্ফোরণ ঘটে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়