ছবি: ইন্টারনেট
ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থদফা ভোটগ্রহণ চলছে। কঠোর নিরাপত্তার মধ্যে সকাল ৭ টায় শুরু হওয়া ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
ভোটগ্রহণ হচ্ছে মোট ৯টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৬টি আসনে।
ভোটের দিন সকালে বিভিন্ন জায়াগায় বিছিন্ন ঘটনা খবর পাওয়া গেছে। সকালে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের তেহট্টে সিপিএম ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এদিকে, কৃষ্ণনগরের বেশ কয়েকটি বুথের ইভিএম খারাপ হয়ে পড়ায় ভোটগ্রহণ বন্ধ রয়েছে। মুর্শিদাবাদ ও বহরমপুরের বিভিন্ন বুথ থেকে কংগ্রেস এজেন্টকে বের করে দেয়ার অভিযোগ রয়েছে তৃণমূলের বিরুদ্ধে।
এই ধাপে মোট ১৭ কোটি ৭০ লাখ ভোটার ভোট দেবেন। তেলেঙ্গানার ১৭টি আসন, অন্ধ্রপ্রদেশের ২৫ টি, উত্তর প্রদেশের ১৩ টি, বিহারের ৫ টি, ঝাড়খণ্ডের ৪ টি, মধ্যপ্রদেশের ৮ টি, মহারাষ্ট্রের ১১ টি, ওড়িষ্যাার ৪ টি, পশ্চিমবঙ্গের ৮টি আসনে ভোটগ্রহণ চলছে এবং কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীরের এক আসনে ভোটগ্রহণ হচ্ছে।
লোকসভা নির্বাচনের এই পর্বে এক হাজার ৭১৭ জনেরও বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ভোটের হেভিওয়েট প্রার্থীরা হলেন-কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং (বহরমপুর), এসপির অখিলেশ যাদব (কনৌজ), কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী (বহরমপুর)এবং টিএমসির মহুয়া মৈত্র (কৃষ্ণনগর)।
লোকসভা নির্বাচনের তিন দফার ভোটে মোট ২৮৩টি আসনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সাত দফার লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট হবে আগামী ২০শে মে। ষষ্ঠ ও সপ্তম দফার ভোট হবে যথাক্রমে ২৫ মে ও ১ জুন। একযোগে ফলাফল প্রকাশ হবে আগামী ৪ জুন।