সোমবার ০৪ ডিসেম্বর ২০২৩, অগ্রাহায়ণ ২০ ১৪৩০

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ফেসবুক থেকে বাদ হচ্ছে চার অপশন

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৮:০১, ২০ নভেম্বর ২০২২

ফেসবুক থেকে বাদ হচ্ছে চার অপশন

ছবি সংগৃহীত

ফেসবুক থেকে চারটি অপশন বাদ দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছেঅ্যাড্রেসেস’, ‘ইন্টারেস্টেড ইন’, ‘রিলিজিয়াস ভিউজএবংপলিটিক্যাল ভিউজ 

ব্যবহারকারীর যৌনতা, রাজনৈতিক ধর্ম বিশ্বাসের মত ব্যক্তিগত তথ্য-উপাত্ত শেয়ার করার সুযোগ ছিলইন্টারেস্টেড ইনক্যাটেগরিতে। আগামী ডিসেম্বর থেকে অপশনগুলো আর রাখা হবে না।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ফেইসবুকের মূল কোম্পানি মেটার মুখপাত্র এমিল ভ্যাসকেজ প্রযুক্তিবিষয়ক সাইট গিজমোডোকে বলেছেন, ব্যবহারকারীদের কাজ সহজ করার লক্ষ্যে পরিবর্বতনগুলো আনা হচ্ছে।

যেসব ব্যবহারকারী আগে এসব তথ্য শেয়ার করেছেন, আমরা তাদের নোটিফিকেশন পাঠিয়ে জানাচ্ছি যে এই শ্রেণিগুলো মুছে দেওয়া হবে।এই পরিবর্তনে কারও নিজে থেকে এসব তথ্য ফেইসবুকের অন্যান্য জায়গায় শেয়ার করার সক্ষমতা প্রভাবিত হবে না।

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানিয়েছে, ফেইসবুকের আসন্ন পরিবর্তন বুধবারই চিহ্নিত করেছিলেন সামাজিক মাধ্যম বিশ্লেষক ম্যাট নাভারা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়