শনিবার ০৪ মে ২০২৪, বৈশাখ ২১ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

দ্রুতই চালু হবে শিশু হাসপাতালের আইসিইউ: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৩, ২১ এপ্রিল ২০২৪

আপডেট: ১২:৫৫, ২১ এপ্রিল ২০২৪

দ্রুতই চালু হবে শিশু হাসপাতালের আইসিইউ: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: ইন্টারনেট

আগুনে ক্ষতিগ্রস্ত ঢাকা শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের হৃদরোগ বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্র দ্রুতই চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

শনিবার (২০ এপ্রিল) সকালে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বলেন, শিশু হাসপাতালে আগুনের ঘটনা অনাকাঙ্খিত। তবে এতে কেউ হতাহত হয়নি। সময়মতো সবাইকে সরিয়ে নেয়া সম্ভব হয়েছে।

পুড়ে যাওয়া ইউনিট ছাড়া হাসপাতালের অন্যান্য চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

এর আগে গত শুক্রবার দুপুর ১টা ৪৭ মিনিটে হাসপাতালের ৫ম তলার কার্ডিয়াক ইউনিটের আইসিইউ রুমে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সেখানে যোগ দেয় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। দমকল কর্মীদের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে, আগুন ছড়িয়ে পড়ার আগেই শিশু রোগীদের অক্সিজেন লাগিয়ে সরিয়ে নেয়া হয়। সে দিন খবর পেয়ে হাসপাতালে যান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি জানান, রোগীদের হৃদরোগ হাসপাতালে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা বলেছেন, এসি বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়ে কার্ডিয়াক ইউনিটে। ক্ষয়ক্ষতির পরিমাণ তখনও জানাতে পারেনি তারা। এ ঘটনায় ৫ সদস্যে তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়