
ছবি সংগৃহীত
সব মাত্রা বিবেচনায় দেশে ডেঙ্গু রোগী বাড়ছে। ঝুঁকি বাড়লেও সরকার ডেঙ্গু পরিস্থিতি সামাল দিতে পারবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেছেন, রোগী বাড়ার বিবেচনায় মৃত্যু বাড়ছে।
সোমবার (৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে এসব কথা বলেন তিনি। আরও বলেন, ডেঙ্গু রোগী বাড়ার সাথে সাথে স্যালাইনের প্রয়োজনও বাড়ছে। প্রতিদিন গড়ে ৪০ হাজার ব্যাগ লাগছে। হাসপাতালগুলো হিমশিম খেলেও চিকিৎসায় কোনো ঘাটতি পড়ছে না। ডেঙ্গুর টিকা এখনও প্রক্রিয়াধীন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের পরপরই আনার চেষ্টা করা হবে।