রোববার ০৬ জুলাই ২০২৫, আষাঢ় ২১ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

দেশে করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৬৮০

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪০, ২৬ জুন ২০২২

আপডেট: ১৬:৫২, ২৬ জুন ২০২২

দেশে করোনায় দুইজনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৬৮০

ছবি সংগৃহীত

গত একদিনে সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১৪০ জনে।

রোববার (২৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে দেশে ১ হাজার ৬৮০ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৬৫ হাজার ১৭৩ জনে। আগের দিন শনিবার ১ হাজার ২৮০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল।

গত একদিনে ১০ হাজার ৭৭৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১০ হাজার ৭২৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৬৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ। এদিকে গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৬৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬ হাজার ৬৮৮ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আলোআভা/ শেখ ফরিদ

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়