সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, আশ্বিন ১ ১৪৩১

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

ধানমন্ডিতে উদ্বোধনের অপেক্ষায় জনপ্রিয় ‘রয়্যাল ক্যাফে এক্সিপরিয়েন্স’ প্রথম আউটলেট

মো. সাহিদ আহমেদ

প্রকাশিত: ১৪:০৮, ২৯ মে ২০২৩

আপডেট: ১৫:০৩, ২৯ মে ২০২৩

ধানমন্ডিতে উদ্বোধনের অপেক্ষায় জনপ্রিয় ‘রয়্যাল ক্যাফে এক্সিপরিয়েন্স’ প্রথম আউটলেট

থ্রিডি ছবি

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কফি ব্র্যান্ড ‘রয়্যাল ক্যাফে’ প্রথমবারের মত রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডিতে নতুন আউটলেট ‘রয়্যাল ক্যাফে এক্সপেরিয়েন্স’ উদ্বোধন করতে যাচ্ছে।

ইতিমধ্যে রয়্যাল ক্যাফে তাদের গুণগত মান ও স্বাদের কারণে পুরো দেশে তাদের সুনাম রয়েছে।

দেশের প্রত্যন্ত অঞ্চলেও রয়্যাল ক্যাফের ভেন্ডিং মেশিন বহুল জনপ্রিয়তা অর্জন করেছে।

সেই জনপ্রিয়তা ও কফি প্রেমীদের চাহিদা লক্ষ করে এবার তারা প্রথম আউটলেট খোলার ঘোষণা দিয়েছে।

‘রয়্যাল ক্যাফে এক্সপেরিয়েন্স’ নিয়ে জানতে চাইলে প্রয়াস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান প্রদুৎ কুমার তালুকদার বলেন, আমরা বরাবরই কফি প্রেমীদের কথা মাথায় রেখে আমাদের প্রতিটি ব্যবসা পরিচালনা করি। আমাদের স্বপ্ন ছিল: আমরা কফিকে সবার হাতে পৌঁছে দেবো ইতিমধ্যে আমরা সফলতা পেয়েছি। এখন বাংলাদেশের মানুষ কফি খেতে অভ্যস্ত হয়েছে। এবার দর্শকদের চাহিদাকে প্রাধান্য দিয়ে আমাদের নিজ আউটলেটের উদ্বোধন করতে যাচ্ছি। আশাকরি সর্বস্তরের মানুষের যে ভালোবাসা পেয়েছি তা অব্যাহত থাকবে।

থ্রিডি ছবি

জানা গেছে, উদ্বোধনের অপেক্ষায় থাকা আউটলেটটিতে কফির পাশাপাশি নানারকম ফ্রেশ জুস, হট কফি, কোল্ড কফি, স্মুদি, মিল্ক শেইকসহ আরও অনেক ভিন্ন স্বাদের খাবার পাওয়া যাবে। ঠিকানা- গ্রিন রওশন আরা টাওয়ার, ৭৫৫ সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা ১২০৯।

উল্লেখ্য- প্রয়াস গ্রুপের আওতাধীন রয়্যাল ক্যাফে দীর্ঘদিন ধরে বাংলাদেশে তাদের ভেন্ডিং মেশিন ও একাধিক কফির ভিন্নতার জন্য সুপরিচিত। এবারই প্রথম তারা আরও উন্নত মানের কফির স্বাদ সাধ্যের মধ্যে সকলের কাছে পৌঁছানোর উদ্যোগ নিয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়