রোববার ১৩ জুলাই ২০২৫, আষাঢ় ২৯ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

বিশ্বের প্রথম অভিনেত্রী হিসেবে বিশ্বকাপ ট্রফি উন্মোচন করবেন দীপিকা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৩:১৯, ৬ ডিসেম্বর ২০২২

বিশ্বের প্রথম অভিনেত্রী হিসেবে বিশ্বকাপ ট্রফি উন্মোচন করবেন দীপিকা

দীপিকা পাড়ুকোন

বলিউডের অন্যম জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। শাহরুখ খানের সঙ্গেওম শান্তি ওমসিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন এই অভিনেত্রী। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট সিনেমা দিয়ে নিজের জাত চিনিয়েছেন এই অভিনেত্রী।

বলিউডের সুপারস্টার রণবীর সিং এর সঙ্গে প্রেম করে বিয়েও করেন। তাদের জুটির প্রশংসাও অনেক বলিউড পাড়ায়।

অভিনয় দিয়ে অনেক সুনাম এবং পুরস্কার অর্জন করেছেন এই অভিনেত্রী। এবার তার নামের পাশে যুক্ত হতে যাচ্ছে নতুন একটি সম্মাননা। ১৮ ডিসেম্বর দোহার লুসাইল স্টেডিয়ামে হাজির হয়ে বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন তিনি। শুধু ভারত নয়, বিশ্বের প্রথম অভিনেত্রী হিসেবে এই কাজ করতে যাচ্ছেন দীপিকা।

কয়েকদিনের মধ্যে কাতারে গিয়ে ট্রফি উন্মোচনের জন্য প্রস্তুতিও নেবেন এই অভিনেত্রী। কিছুদিন আগে আন্তর্জাতিক কান ফিল্ম ফেস্টিভ্যালে বিভিন্ন ধরনে নজরকাড়া পোশাক পরে সবার নজর কাড়েন দীপিকা। সেখানে বিচারক হিসেবে ভারতের প্রতিনিধি হিসেবে যোগ দেন তিনি।

২০২৩ সালের জানুয়ারিতে মুক্তি পাবে দীপিকা অভিনীত সিনেমাপাঠানমুক্তির অপেক্ষায় আছে। সেখানে তার বিপরীতে অভিনয় করবে শাহরুখ খান এবং জন আব্রাহাম।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়