
ছবি সংগৃহীত
অসুস্থতার সাথে দীর্ঘ লড়াইয়ের পর, অবশেষে জীবন যুদ্ধে হেরে গেলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।
রোববার (২০ নভেম্বর) হাওড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে, গত ১ নভেম্বর ব্রেন স্ট্রোক হয় অভিনেত্রীর। এরপরই তাঁকে হাওড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
সংক্রমণ বাড়তে থাকায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। মাঝে কদিন সুস্থতার দিকে এগোলেও শেষ পর্যন্ত লড়াইটা হেরেই গেলেন ঐন্দ্রিলা। গত বুধবার তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয় পর পর দুইবার। এরমধ্যে খবর ছড়িয়ে যায় যে তিনি আর নেই।
তখন ঐন্দ্রিলার ঘনিষ্ঠ বন্ধু সব্যসাচী জানান, ‘এই খবর মিথ্যে’। শুক্রবার তাঁর অবস্থার খানিক উন্নতি হলেও শনিবার ফের অ্যাটাক। ১০ বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় অভিনেত্রীর। এরপরই আর শেষ রক্ষা করা গেল না।