মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫, আশ্বিন ২৯ ১৪৩২

Aloava News24 | আলোআভা নিউজ ২৪

আজ থেকে বন্ধ সব কোচিং সেন্টার, খোলা রাখলেই শাস্তি

শিক্ষা ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৫, ১৪ আগস্ট ২০২৩

আজ থেকে বন্ধ সব কোচিং সেন্টার, খোলা রাখলেই শাস্তি

ছবি সংগৃহীত

আগামী ১৭ আগস্ট দেশের আট শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হবে। চলতি বছরের পরীক্ষার প্রশ্নফাঁস প্রশ্নফাঁসের গুজব ঠেকাতে প্রায় দেড়মাস দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

নির্দেশনা অনুযায়ী, আজ (১৪ আগস্ট) থেকে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে সব ধরনের কোচিং সেন্টার পুরোপুরি বন্ধ থাকবে।

গত আগস্ট আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়, মাউশি, সব শিক্ষা বোর্ড, জেলা, উপজেলা, পৌরসভা পর্যায়ে সব প্রশাসনিক পদে দায়িত্বরতদের নির্দেশনা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ কোচিং খোলা রাখলে অভিযান চালিয়ে জেল-জরিমানাসহ সিলগালা করা হতে পারে বলে জানা গেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়