
ছবি: ইন্টারনেট
অনুষ্ঠিত হয়েছে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের গুচ্ছ জিএসটি এর বি ইউনিট তথা মানবিক ইউনিটের ভর্তি পরীক্ষা। শনিবার (২০ মে) অনুষ্ঠিতব্য বি ইউনিটের ভর্তি পরীক্ষা শেষে ফলাফল প্রকাশের বিষয়ে জানতে চাইলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম জানান, আগামী মঙ্গলবারের মধ্যে বি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।
তিনি আরও জানান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছ জিএসটি ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। পরবর্তী পরীক্ষাগুলোতেও আমাদের কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আশা করছি।
প্রসঙ্গত, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ২২ টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ জিএসটি পরীক্ষার ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান ইউনিটের পরীক্ষা যথাক্রমে ২৭ মে ও ৩রা জুন অনুষ্ঠিত হবে। এবার শেহাবি, বশেমুরবি, চাঁবিপ্রবি ব্যাতীত বাকি ১৯ টা বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হরয়েছ গুচ্ছ ভর্তি পরীক্ষা।